পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফেকেটে পুলিশ সুপারের স্বাক্ষর জাল করায় ভোলায় ৩জন গ্রেফতার

0
646

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলায় পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ সুপারের জাল স্বাক্ষর করার অভিযোগে ৩ জনকে আটক করেছে ভোলা জেলা ডিবি পুলিশ।

গতকাল ২৪ মে  সকালে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল কিনা তা জানতে নুরল ইসলাম নামের এক ব্যক্তি পুলিশের কাছে আছে।পুলিশ সুপারের জাল স্বাক্ষর বুঝতে পেরে নুরুল আমিনের থেকে প্রাপ্ত তথ্য অনুয়ায়ী ডিবির ওসি মো: শহিদুল ইসলামের নেতৃত্বে  ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। তারা অভিযান চালিয়ে ঐ জালিয়াতি চক্রের মূল হোতা রুহুল আমিন(২৪) সহ নাজিম (২০) ও শাহিন (২০) কে আটক করে। তাদেরকে ভোলা ডিবি কার্যালয়ে নিয়ে আসে। এর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ্‌আটকের মধ্যে সোনালী ব্যাংক ভোলা শাখার এটিএম বুথের সিকিউরিটি গার্ডও রয়েছে। যে কারনে ঐ বুথের নিরাপত্তার দ্বায়িত্ব দেয়া হয়েছে পুলিশের কাছে। এঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হয়েছে। এখবরে সাধারন মানুষ স্তস্তির নিশ্বাস ফেলছে। তাদের দাবী এভাবে যারা সমাজের ক্ষতি করছে তাদের সকলেরই আইনের আওতায় আনা হোক। এদিকে ডিবি ওসি মো: শহিদুল ইসলাম জানান,আটক কৃতদের বিরুদ্ধে জাল জালিয়াতি মামলায় মামলা করা হবে।

LEAVE A REPLY