হেলাল উদ্দিন লিটন,তজুমদ্দিন ।।উপজেলা প্রশানস ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায়, ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ জার্মানির অর্থায়নে ভোলার তজুমদ্দিনে শিশু শ্রম ও প্রতিবন্ধী শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা বেগম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা এস.এন সাকিব, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন থানার নারী ও শিশু বান্ধব অফিসার এস.আই খন্দকার আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুল আল হাসান, সমাজসেবার ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ইনচার্জ মোঃ সোলাইমান, প্রজেক্ট অফিসার (সি.এম) মুন্সি মাহমুদুল হাসান, প্রতিবন্ধীদের মধ্যে বক্তৃতা করেন, জাকির হোসেন, জহুরা বেগম, সুকুরঞ্জণ ও রীমা বেগম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুল ইসলাম। অনুষ্ঠান স ালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার (শিক্ষা) মনির হোসেন। সভায় সমাজসেবা অধিদপ্তরের তজুমদ্দিনের ফিল্ড সুপারভাইজার নুরুজ্জামান জানান, জনপ্রতিনিধিদের অসহযোগীতার কারণে তজুমদ্দিন উপজেলায় ২০১৫/১৬, ১৬/১৭ ও ২০১৭/১৮ অর্থ বছরের প্রতিবন্ধীদের ভাতা বিতরণ করতে পারেনি উপজেলা সমাজসেবা অফিস।