কোস্ট গার্ড ১৪০ পিছ ইয়াবা জব্দ, ১ ভূয়া সোর্স আটককরেছে

0
430

স্টাফরিপোর্টার।।বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, সিজি স্টেশান রাবনাবাদগোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বের হয়। অভিযান চলাকালীন সময়ে কোস্ট গার্ড সদস্যরা পটুয়াখালী জেলার কলাপাড়া থানা অধিনস্থ দশকানি ব্রীজঘাট এলাকায় মাধকসেবীদের ধাওয়া করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাধকসেবীরা দ্রুত পালিয়ে গেলে উক্ত স্থানে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনের ছোট ছোট পুটলিতে ১৪০ পিছ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য টাকা ৭০ হাজার টাকা মাত্র। জব্দকৃত ইয়াবা কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

ভোলা সদর থানাধীন ভেদুরিয়া লঞ্চঘাট ও আশেপাশের এলাকার মাঝি ও জেলেদের কাছ থেকে কোস্ট গার্ডের সোর্স হিসেবে পরিচয় দিয়ে কিছুদিন যাবৎ চাঁদা আদায় করছিল ভোলা জেলার সদর থানার মধ্য ভেদুরিয়া গ্রামের মোঃ আবু সাইদ তুহিন (৩৫)। পিতাঃ মোঃ আব্দুল কাদের। স্থানীয় মাঝি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভূয়া সোর্স সাইদকে আটক করে ভোলা কোস্ট গার্ড বাহিনী। পরবর্তীতে আটককৃত সাইদকে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা হয় এবং তার আদায়কৃত চাঁদা টাকা ১০হাজারটাকা ভুক্তভোগীদের নিকট ফেরত দেয়া হয়। এই ধরনের প্রতারকদের কারণে জনসাধারনের কাছে কোস্ট গার্ডের ভাবমূর্র্তি ক্ষুন্ন হয় বলে এদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। এই ব্যাপারে কোন তথ্য বা চাঁদাবাজের কোন সন্ধান থাকলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার(অপারেশান্স) এর নম্বরে (০১৭৬৬৬৯০৬০৩) জানানোর জন্য অনুরোধ করা হল।

LEAVE A REPLY