মাইনুদ্দিন হাওলাদার:দুলারহাটঃ ভোলা নিউজ ২৪ ডটনেট :আজ বৃহস্পতিবার সারাদেশের সাথে দুলারহাটেও শুরু হলো ২০১৮ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষা। চরফ্যাশন-৫(আবুবকরপুর) ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা মোঃ মাজহারুল ইসলাম জানান তার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২০০জন যার মধ্যে অনুপস্থিত ছিলো ০৫ জন।তন্মাধ্যে ২জন শিক্ষার্থী বহিষ্কার হন,যার রোলঃ৩৪৮২০৯,৩৪৮৩৮৫।
এদিকে, দুলারহাটের ঐতিহাসিক বিদ্যাপীঠ দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (কেন্দ্র সচিব) মোঃ হোসেন বিপ্লব জানান, তাঁর কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০২জন। যার মধ্যে ০১ জন অনুপস্থিত ছিলেন।
বহিষ্কার নাই।
দাখিল পরীক্ষার কেন্দ্র নুরাবাদ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৯৩ জন যার মধ্যে অনুপস্থিত ছিলো ০৭ জন।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,ভোলা নিউজ২৪কে জানান, আবুবকরপুর মাদ্রাসা কেন্দ্রে মোবাইলে ছবি তুলে নকল করার দায়ে দুজনকে বহিষ্কার নোটিশ দেওয়ার জন্য বলেছি।অন্যদিকে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় এবং নুরাবাদ মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা ভালো চলছে।।