অমি আহমেদ : ভোলা পৌরসভার উদ্যোগে আগামী ঈদুল আযহা উপলক্ষে যানজট মুক্ত ভোলা পৌরসভা গড়তে বিশেষ “বর্মা অভিযান” পরিচালনা করা হয়। বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভোলা পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে মটরসাইকেল রাখায় মটোরযানের চাকা ফুটো করে দেওয়া হয় এ অভিযান চালিয়ে।
সন্ধ্যায় ভোলা পৌরসভা মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে নতুন বাজার পৌর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে সদর রোড, উকিলপাড়া, বাংলা স্কুল মোড়, কাচাবাজার সহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় পৌর ভবনের সামনে এসে শেষ হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার সচিব আবুল কালাম আজাদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খোকন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন লিংকন, ৯নং ওয়ার্ড কাউন্সিরর মাইনুল ইসলাম শামিম, ৫নং ওয়ার্ড কমিশনার এফরানুর রহমান মিথুন, স্যানেটারী ইনস্পেক্টর মো: ফারুক, বাজার পরিদর্শক জয় দে প্রমুখ।
অভিযানের পূর্বেই সতর্কীকরণ নোটিশ করা হলেও মটোর সাইকেল চালকরা তা গ্রাহ্য করেনি। এই অভিযান অব্যাহত থাকবে বলে ভোলা পৌরসভা সূত্রে জানা গেছে।