ইলিশায় মটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

0
574

ভোলা নিউজ ২৪ ডট নেট।। ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ভোলা-লক্ষীপুর-বরিশাল সড়কের ভোলা অংশের তুলাতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই সড়ক দিয়ে আনোয়ারা রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী মটরসাইকেল এসে পথচারী আনোয়ারাকে ধাক্কা দেয়। আশংকাজনক স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে  মটরসাইকেল উদ্ধার করেছে। তবে চালককে পাওয়া যায়নি।

LEAVE A REPLY