ভোলা নিউজ২৪ডটকম।।বিশ্বকাপ ফুটবলে শনিবার রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা।
তার আগে গত ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে নামে লিওনেল মেসির দল।
আর সেই ম্যাচ দেখতে ছুটির আবেদন দিয়েছিল ভারতের কেরালার এক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সেই আবেদনপত্র নেটদুনিয়ায় এখন ভাইরাল।
কেরালিয়ান ভাষায় লিখিত আবেদনপত্রটি দারুণ পছন্দ করছেন ভারতের ফুটবলপ্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনা দলের সমর্থকরা সেটি শেয়ার করছেন অগণিত।
কেরালার কোঝিকোড়ের বাসিন্দা সুনীল কুমারের ছেলে পার্থিব আর্জেন্টিনার পাড়ভক্ত।
সূচি অনুযায়ী ভারতীয় সময় বিকাল সাড়ে ৩টায় ছিল ম্যাচটি। কিন্তু স্কুলেই থাকতে হবে পার্থিবের।
বাবার সম্মতি নিয়ে পার্থিব লেখে, ‘আমি (পার্থিব) ফুটবল দেখতে ও খেলতে দারুণ পছন্দ করি। আর্জেন্টিনার বড় সাপোর্টার। আর্জেন্টিনার খেলার সময় স্কুল চলবে। ম্যাচ মিস করবো, যা আমি চাই না। ম্যাচটা উপভোগ করার জন্য স্কুল ছুটির আবেদন করছি। ’
পার্থিকের এমন চিঠি দেওয়ার বিষয় জানতে পারেন বাকি শিক্ষার্থীরাও।
এরপর প্রধান শিক্ষককে আবদার জানায় পার্থিবসহ ১২ জন শিক্ষার্থী।
শিক্ষকের নির্দেশে চিঠি লিখে সব শিক্ষার্থী তাতে স্বাক্ষর করে। তাদের আবদার রাখে স্কুল কর্তৃপক্ষ। ছুটি পায় তারা।
শিক্ষার্থীদের সেই চিঠির ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার হচ্ছে।
যদিও ম্যাচের ফলাফলে হতাশ হয়েছে পার্থিবসহ তার সহপাঠীরা। কারণ, প্রথম ম্যাচে বিশ্বখ্যাত আর্জেন্টিনাকে দুই গোলে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেয় সৌদি আরব।
ফুটবলপ্রেমীদের মতে, বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম অঘটন।
পার্থিব ও তার সহপাঠীদের মতো বুধবার ছুটি পেয়েছিল গোটা সৌদি আরবের বাসিন্দারা।