ভোলায় ইশা ছাত্র আন্দোলনের উদ্দ্যোগে মাওলানা  আইনুদ্দিন আল আজাদের জীবন ও কর্ম শীর্ষক  আলোচনা ও ঈদ পুন:মিলনী

0
474

মাইনুল এহসান /ভোলা নিউজ ২৪ ডট নেট : “ বন্ধু ভুলে যেওনা মোরে  কখনো , যেখানেই থাকো যেভাবেই থাকো  মনে রেখ , আমিও আছি এখনো,  বন্ধু..” এই  গানের  মত আজো লাখে শ্রোতা ও ভক্তদের হৃদয়ে বেচে আছেন মরহুম  মাওলানা আইনুদ্দিন আল আজাদ । অপ-সংস্কৃতি মোকাবেলায় চালু করেছিলেন  যুগোপুযোগি ইসলামী সংগীত। কলরব শিল্পীগোষ্ঠি  প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের সংগীত অঙ্গনে সৃষ্টি  করেছিলেন এক নতুন ইতিহাস । সংস্কৃতির নামে অশ্লিলতা , বেহায়াপনা , যৌনতা বন্ধে তিনি গেয়ে ছিলেন কালজয়ী বেশ কিছু ইসলামী গান ।  বাতিলের মোকাবেলায় তরুন সমাজকে এগিয়ে আসতে তিনি যুগিয়েছিলেন এক অনন্য  অনুপ্রেরনা । আজ আইনুদ্দিন আল আজাদ রহ. নেই , কিন্তু তার সৃষ্টি ইসলামী সংগীত আজো অনুপ্রেরনা যোগায় সামনে এগিয়ে চলার , বাতিলের মোকাবেলায় এগিয়ে যাওয়ার ।

ইশা ছাত্র আন্দোলন ভোলা জেলা (উত্তর) শাখা র্কতৃক  ইশা ছাত্র  আন্দোলনের  সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও  ইসলামী সংগীত শিল্পি , কলরব  শিল্পীগোষ্ঠির  প্রতিষ্ঠাতা  মরহুম আইনুদ্দিন  আল আজাদের  ৮ম মৃত্যু বাষির্কি  উপলক্ষে “ মরহুম মাওলানা  আইনুদ্দিন আল আজাদ রহ. এর জীবন কর্ম ও রাজনৈতিক  দর্শন ” শীর্ষক  আলোচনা  সভা ও ইদ  পুন:মিলনী অনুষ্ঠানে  বক্তরা একথা বলেন ।

মঙ্গলবার (১৯জুন) বিকেলে ভোলা প্রেসক্লাব  মিলনায়তনে  ভোলা  জেলা ইশা ছাত্র  আন্দোলনের সভাপতি মু. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ  মাওলানা কাওসার আহমদ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ভোলা সদর  আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইয়াসিন নবীপুরি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলা শাখার ছদর মাও : ইউনুস আহমদ ,   ইসলামী আন্দোলনে ভোলা জেলার (উত্তর)  সহ-সভাপতি মাও তাজ উদ্দিন ফারুকি , মাও: মিজানুর রহমান , সাধারন সম্পাদক মাও: তরিকুল ইসলাম , ভোলা পৌরশাখার সভাপতি মাও : আতাউর রহমান মোমতাজী , জেলা প্রচার সম্পাদক মাও: ইউসুফ আদনান , জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারন সম্পাদক হাফেজ মাও: মো: ইব্রাহিম । ইশাছাত্র আন্দোলনের জেলা সাধারন সম্পাদক  মু. শিহাব উদ্দিনের সঞ্চালনায় এসময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা সহ বিভিন্ন শাখার নেতা র্কমিবৃন্দ উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY