ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভয়াবহ দূর্ঘটনা থেকে প্রানে বেচে গেলেন গ্রীন লাইনের ৬শতাধিক যাত্রী। আজ সকালে ঢাকা সদর ঘাট থেকে গ্রীন লাইন ওয়াটার ওয়েজেটি বরিশাল যাচ্ছিলো। মাঝ নদীতে আসার পর পিছন দিক থেকে সাব্বির ২ নামক লঞ্চটি ধাক্কা দিয়ে গ্রীন লাইনের ব্যাপক ক্ষতি করে। এসময় জাহাজের পাইলট দ্রুত জাহজের ৬ শত যাত্রী নিরাপদে ঘাটে পৌঁছে দেন।
সাব্বির-২ নামক লঞ্চটি পিছন থেকে গ্রীন লাইনের পাশে চাপা দিলে লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়। এসময় মুহুর্তের মধ্যই জাহাজে থাকা শত শত যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ঐ সময়ই জাহাজের মাস্টার জাহাজটি দ্রুত ঘাটে এনে আহতদের নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। বাকী যাত্রীরা ভালো আছে নিরাপদে আছে।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে ৬শ যাত্রী নিয়ে মাঝ নদীতে ভয়াবহ দূর্ঘটনার কবলে পরেন গ্রীন লাইন, সর্বশেষ খবর জানা পর্যন্ত লঞ্চটি বরিশালের দিকে না এসে ঢাকায় ফেরত যাচ্ছেন। এখন পর্যন্ত একজনের মাথা কাটাসহ ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।