ভালবাসা দিবসের কনসার্টে ভোলা মাতাবেন তারকারা

0
793

বিনোদন প্রতিবেদক:ভোলা নিউজ ২৪ ডটনেট : ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাতে আয়োজিত হচ্ছে বিশেষ লাইভ কনসার্ট ‘ বন্ড ভ্যালেন্টাইন মিউজিক কনসার্ট ২০১৮,  নতুন বছরের সবচেয়ে বড় এ আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। সরকারি স্কুল খেলার মাঠে বিকেল ৪টা থেকে কনসার্টটি শুরু হবে। কনসার্টটিতে ভোলার জনপ্রিয় ব্যান্ড warriors তাঁদের জনপ্রিয় গান গুলো পরিবেশন করবেন। বর্ণাঢ্য এই কনসার্ট আয়োজন করছে দেশের বড় একটি প্রতিষ্ঠান বন্ড গার্মেন্টস লিমিটেড’। কনসার্টের সার্বিক বিষয়ে warriors এর প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম জানান প্রতিষ্ঠাকাল ফেব্রুয়ারি ২০১৪ তারিখে আমরা আমাদের এই ব্যান্ডটি শুরু করি আমাদের উদ্দেশ্য কখনোই বাণিজ্যিক ছিল না, warriors ব্যান্ডের ভোকাল আবিদুল আলম বলেন, ‘আমরা সবাই সংগীতপ্রিয় মানুষ। আমাদের রক্তে মিশে আছে গানের সুর। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতেই এ আয়োজন। কনসার্টে ভোলার সামাজিক শিক্ষিত যুবকরাই আমাদের ব্যান্ড এর প্রাণ আমাদের একটা শ্লোগান নেশা কে না বলুন।আমাদের বিশ্বাস আপনাদের সঙ্গে নিয়েই আনন্দঘন পরিবেশে ভালোবাসা দিবসটি উদযাপন করতে পারব।’ এই বিষয়ে warriors ব্যান্ডের ভোকাল আসিফ মাহমুদ মারসেল জানান “আমরা বরাবরই সৃজনশীল যে কোনো কাজে নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করি। তাইবন্ড লিমিটেড আয়োজিত ভ্যালেন্টাইন মিউজিক কনসার্ট ২০১৮’ কনসার্টটিতে গণমাধ্যমের অংশগ্রহণের বিষয়ে জোর দৃষ্টি রেখেছি। আমাদের মিডিয়া পার্টনার www.bholanews24.com ভোলা নিউজ টুয়েন্টিফোর ডট নেট  পত্রিকা সবসময় আমাদের পাশে থাকবেন আসা করি।সবার সহযোগিতা নিয়ে আমরা এ আয়োজনটি সফল করতে পারব। warriors ব্যান্ডের লিড গিটারিস্ট রিফাত আল-হোসাইন ও হোসাইন রনি জানান,আমরা সবসময়ই নতুন কিছু করতে চাই!বেসগিটারিস্ট বাপ্পি জানান এর আগে অনুষ্ঠান গুলোতে আমরা যথেষ্ট চেষ্টা করেছি শ্রোতাকে কিছু দেবার চেষ্টা অব্যাহত থাকবে ভোকাল  আল হোসাইন ও হৃদয় জানান আমাদের ব্যান্ড নিজস্ব গান ছাড়াও আমরা দর্শকদের জন্যকিছু ভিন্ন গান নিয়ে আসবো, ashes এর পাঁচটি গান, আমাদের এবার ভ্যালেন্টাইন ডে’তে থাকবে আশা করি সবার ভালো লাগবে warriors ব্যান্ডের প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম জানান আমরা এর আগেও grameenphone ও  huawei বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের কনসার্ট করেছি চার বছরে আমরা প্রায় ৬৯ টি কনসার্ট করেছি আমাদের এখান থেকে যে আয় হয় আমাদের ইচ্ছা ভোলার প্রথম সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা। সর্বশেষ আশা করবো আপনারা সবাই আমার কনসার্ট দেখতে আসবেন!

LEAVE A REPLY