ইমতিয়াজুর রহমান /ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলা সরকারি কলেজে বসন্তে তারুণ্য মেতে ওঠছে আজ বসন্ত উৎসবে। ২৩ বছর আগে বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। বসন্তের নাচ, গান ও কবিতার পাশাপাশি ফুলের প্রীতি বন্ধনী ও বসন্ত কথনের মাধ্যমে। ভোলা সরকারি কলেজের ছায়াবীথিতে অনুষ্ঠিত হয় বসন্ত বরণের অনুষ্ঠানমালা।
পুরো কলেজ সেজেছে যেনো এক অপরূপ সাজে।
তরুণ-তরুণীরা সেজেছে বাসন্তীর ঢংগে। সে যেনো এক অপরূপ সৌন্দর্যের লিলা ভুমি।উৎসবকে প্রানবন্ত করতে অনুষ্ঠিত হয় বসন্ত বরন অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশিস্টজনরা বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া, ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাবাজর ফাতেমা খানম ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, মোঃ মিজানুর রহমান সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ, প্রফেসর দীপক কুমার কর্মকার অধ্যাপক ইংলিশ বিভাগ,মোঃ জামাল হোসেন সহযোগী অধ্যাপক হিসাব বিঙ্গান বিভাগ, এ টি এম রেজাইউল করিম সহযোগী অধ্যাপক গনিত বিভাগসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাএলীগ এর সাধারন সম্পাদক রাসেদুর জামান হেবেন, ভোলা সরকারি কলেজ ছাএলীগ এর সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ইভান,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হোসেন কিরন,যুগ্ন সাধারন সম্পাদক ফাহিম আহমেদসহ কলেজ ছাএলীগ এর বাকি সদস্যরা। ভোলা সরকারি কলেজ বি, এন, সি, সি, ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস ছাএ-ছাএী বৃন্দ।