‘নিলে আলহামদুলিল্লাহ, না নিলেও ব্যাপার না’

0
648
‘নিলে আলহামদুলিল্লাহ, না নিলেও ব্যাপার না’

ভোলা নিউজ ২৪ ডটনেট : আইপিএলের প্রতি আসরেই নিলাম অনুষ্ঠিত হয়। তবে নিলাম জিনিসটা কী কিংবা এর উত্তাপ কতটুকু তা একবারই টের পেয়েছিলেন সাকিব। তাও সেটা ২০১১ সালে।এরপর ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭- এই পাঁচ আসরে খেলেছেন কলকাতার হয়েই। এবার সাকিবের দল নির্ধারণ হবে নিলামে।

টানা ছয় বছর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন। প্রতি বছরেই কেকেআর সাকিবকে দলে রেখে দিয়েছে এবং বলতে গেলে সাকিব কেকেআরের ঘরের ছেলেই হয়ে গিয়েছেন।এবারের আইপিএলে সাকিব আল হাসানকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। বিষয়টি কিভাবে দেখছেন তিনি?এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিবের নির্লিপ্ত কণ্ঠের উত্তর, আসলে এখানে কেমন লাগার তো বিষয় নাই। অপশনে নাম থাকবে। কেউ যদি নেয় তো আলহামদুলিল্লাহ। আর না নিলেও কোনো ব্যাপার না। গত আইপিএল থেকে এবার শুধু সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের নিলাম হবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি।

LEAVE A REPLY