লালমোহনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

0
359

দুলাল পাটওয়ারী, লালমোহন প্রতিনিধি: লালমোহন উপজেলার স্কুল ও মাদরাসার ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৩০ ও ৩১ ডিসেম্বর ২০১৭ ইং ২ দিন ব্যাপী ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। ৩০ ডিসেম্বর সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন সকল শিক্ষার্থীদের কে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগীতায় ও বিশেষ অবদান রাখতে হবে। শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সকল প্রকার ক্রীড়ার সাথে শিক্ষার্থীদেরকে যুক্ত হতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের কারনে সারা বিশ্বে আজ বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। সেজন্য বাংলাদেশের ক্রিকেট এর টাইগাররা ও ক্রিকেটের মাধ্যমে আমাদের দেশের অনেক সুনাম কুড়িয়ে এনেছে।
লালমোহন উপজেলা বালিকা বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার শামছুল আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি সিহাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।

LEAVE A REPLY