রাকিব উদ্দিন অমি: ভোলা নিউজ ২৪ ডটনেট :বেসরকারী শিক্ষকদের জাতীয়করণের দাবি সংসদে উত্থাপন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার দুপুরে ভোলার বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শিক্ষক সমাবশে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী এ আশ্বাস ব্যক্ত করেন।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আমার কাছে সবচেয়ে শ্রদ্ধার ব্যক্তি হলো শিক্ষক। ৭ জানুয়ারী সংসদ অধিবেশন বসবে। সেখানে আমার বক্তব্যে শিক্ষকদের দাবি তুলে ধরবো। এছাড়াও প্রধানমন্ত্রীকে শিক্ষকদের চাকুরী জাতীয়করণের সুপারিশ করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা হবে বাংলাদেশের সিংগাপুর। কেননা ভোলায় প্রচুর পরিমানে গ্যাস রয়েছে। ভবিষ্যতে এখানে পর্যাপ্ত কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সার কারখানা নির্মান হবে।
ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোতাহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা সাধারণ মোবাশ্বিরুল হক নাইম, বাংলাদশে শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুল হাসান সেলিম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রফিকুল ইসলামসহ শিক্ষক নেতারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমূখ।