এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট কুমিল্লার জালাল আর নেই

0
3

ভোলা নিউজ ২৪ ডটকম :: এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কুমিল্লায় কর্মরত জালাল আহমেদ আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে আজ বুধবার বিকেলে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি এনটিভির কুমিল্লার স্টাফ করেসপনডেন্ট ছিলেন।

জালাল উদ্দিনের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।

শমরিতা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. আদনান সাংবাদিক জালাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ‘আজ বিকেল ৫টা ১৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে জালাল উদ্দিনের মৃত্যু হয়েছে।

এদিকে অধ্যাপক জালাল আহমেদ এর মৃর্ত্যুতে গভীর শোক জানিয়েছেন এনটিভিতে কর্মরত তার সহকর্মীরা। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তারা বলেন,জালাল আহমেদ খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন।

LEAVE A REPLY