ভোলায় ১০দিন ব্যাপি বিউটিফিকেশন এন্ড পার্লার প্রশিক্ষন শুরু

0
423
ইয়াছিনুল ঈমন,ভোলা:ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলায়  ধ্রুবতারা ফাউন্ডেশন ভোলা জেলা শাখার আয়োজনে  বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে।বুধবার সকাল ১০ টায় মাছুমা খানম স্কুল কেন্দ্রে ১০ দিন ব্যাপী চলা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ জেবুন্নেসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি,এস,ফিদা হাসান,ধ্রুবতারা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পলাশ তালুকদার,জেলা আওয়ামীলীগ এর শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জুবলী চৌধুরী,শিক্ষিকা মুছরীন জাহান।ধ্রুবতারা ফাউন্ডেশন ভোলা জেলা শাখার আহবায়ক নাজমুল হক অমির সভাপতিত্বে এবং ধ্রুবতারা ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সদস্য সচিব ইয়াছিনুল ঈমন এর সন্চালনায় আরো উপস্থিত ছিলেন  ধ্রুবতারা ফাউন্ডেশন ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আমিন এম তাওহীদ,যুগ্ম আহবায়ক  মো: মেহেদি হাসান,
সদস্য পাবেল,অহি প্রমুখ।বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষ নের প্রশিক্ষক হিসেবে আছেন সাজনী বিউটি পার্লার এর সত্তাধীকারি বেগম মুক্তা।বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষনটি স্বনির্ভর বাংলাদেশ এর অর্থায়নে ২৫ জন প্রশিক্ষনার্থীদের নিয়ে চলছে ভবিষৎতে প্রশিক্ষ নার্থীর সংখ্যা আরো বাড়বে বলে জানা যায়।

LEAVE A REPLY