24 C
Dhaka, BD
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি রাত ৯:১৩

[google-translator]
চরফ্যাশনের ঢালচরে বৈশাখী ঝড়ে লঞ্চ ডুবি

চরফ্যাশনের ঢালচরে বৈশাখী ঝড়ে লঞ্চ ডুবি

0
34

ভোলা নিউজ২৪ডটকম।। কালবৈশাখী ঝড়ে চরফ্যাশনের ঢালচরে ঘাটে বাঁধা একটি ছোট লঞ্চ ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া লঞ্চটি কয়েক বছর ধরে ঢালচর থেকে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে যাত্রী ও মালামালে আনা-নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

শনিবার (১৭ এপ্রিল) সকালে ঝড়ো বাতাসে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি। লঞ্চটি সকালে ঢালচর থেকে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে যাওয়ার কথা ছিলো।
ঢালচর পুলিশ ফারির (আইসি) নজরুল ইসলাম জানায় শনিবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঘাটে বাধা থাকা লঞ্চটির উপরের অংশ বাতাসে নিয়ে যায়।

পরে প্রচন্ড বাতাসের কারনে পানির চাপে লঞ্চের নিচ তলা ডুবে যায়। পরে স্থানীয়রা ও লঞ্চের স্টাফরা দড়ি দিয়ে বেধে রাখেন। লঞ্চটি ডুবে যাওয়ায় ধারনা করা হচ্ছে প্রায় ২০ লাখ টার মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY