ভোলা নিউজ২৪ডটকম।।ভোলায় তৃতীয় দিনে করোনার ভ্যাকসিনে টিকা নিলেন ৭৮৬ জন। জেলা ভোলা সদর উপজেলায় ৩০০ জন, দৌলতখান উপজেলার ১২০ জন, বোরহানউদ্দিন উপজেলায় ১২০ জন, তজুমদ্দিন উপজেলায় ২৬ জন, লালমোহন উপজেলায় ১২৪ জন, চরফ্যাশন উপজেলায় ৭৮ জন ও মনপুরা উপজেলায় ১৮ জন তৃতীয় দিনে করোনার ভ্যাকসিনে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেন । যার মধ্য ৬৪৪ জন পুরুষ ও ১৪২ জন নারীরা করোনার ভ্যাকসিনে টিকা নিয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম।
সকাল থেকেই ভোলা সদর হাসপাতাল সহ জেলার ৭ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বতফূর্ত ভাবে মানুষ স্ব শরীরে এসে বা অন লাইনে নিবন্ধন করে টিকা নিয়েছেন। তবে মহিলাদের টিকা নিতে তেমন দেখা না গেলেও পুলিশ সদস্য সহ সরকারি কর্মকতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
করোনা ভ্যাকসিন এর টিকা নিয়েছে এমন কয়েক জনের সাথে কথা বললে তার জানান, করোনা ভ্যাকসিন টিকা নিয়ে এখন পর্যন্ত ভাল আছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।
সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, যারা ভ্যাকসিন টিকা নিচ্ছেন আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে ফলোআপ করছি, খোজঁ খবর রাখছি। এখন পর্যন্ত কারও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। ভ্যকসিন নিয়ে সবাই সুস্থ রয়েছেন। জেলায় ৭টি কেন্দ্রে ৮ টি বুথে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে।