খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

0
64

ভোলা নিউজ ২৪ ডটকম ।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে আরও ছয় বাড়ানোর আবেদনে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। আগে যে শর্ত ছিল, সেই শর্তসাপেক্ষে ছয় মাস শেষ হওয়ার দিন থেকে সাজা স্থগিত রেখে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। তবে তিনি বিদেশ যেতে পারবেন না বলে জানান আইনমন্ত্রী।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানায় আইন মন্ত্রণালয়।

২০০৮ সালের জিয়ার চ্যারিটেবল ট্রাস্টের মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। পরে হাইকোর্ট থেকে সাজা আরও বেড়ে হয় ১০ বছর।

পরিবারের আবেদনে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বয়স বিবেচনায় অসুস্থতার কারণে পরিবারের আবেদনে সরকার তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়। আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির ছয় মাস শেষ হতে যাচ্ছে। মুক্তি পেয়ে তিনি বাসাতেই অবস্থান করছেন।

LEAVE A REPLY