ভোলায় চাঞ্চল্যকর প্রবীর হত্যার বিচার দাবীতে মানববন্ধন-স্মারকলিপি পেশ

0
73

আফজাল হোসেন, ভোলা ॥ ভোলার দিঘলদীতে ব্যবসায়ী প্রবীর মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার প্রতিবাদ ও বিচাঁর দাবীতে ভোলায় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্বারকলিপি কর্মসুচী পালন করা হয়েছে। পরিবারকে প্রকাশ্যে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাব এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, ব্যবসায়ী ও তাদের স্বজনরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। সকলে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে দাড়িয়ে প্রবির হত্যার বিচার দাবী করেন। সকলেরই একটাই কথা আর কত এভাবে হত্যা হবে আর কত মায়ের বুক খালী হবে।

স্ত্রী হবে স্বামী হারা আর সন্তান হারাবে তার বাবাকে। সকল হত্যার বিচার হলে আজ দেশের এই পরিস্থিতি হত না। একই সময় হিন্দু সম্প্রদায়ের এক মহিলা তার বক্তব্যে বলেন, এভাবে চললে দেশে কি ভাবে থাকবো আমরা। আসামীরা ঘুরে বেড়ালেও কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এ সময় ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: নিরব, শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক আবিদুল আলম ও প্রবির মাঝির ভাই চন্দ্রদ্বীপ মাঝি বক্তব্য দেন। সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়ন ও বাংলাবাজার থেকে শত শত নারী-পুরুষ ও ছোট শিশুরা এসে মানবন্ধনে বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে হত্যার বিচাঁর দাবী করেন। মানববন্ধন শেষে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন একই দাবীতে। এসময় লিখিত বক্তব্য পাট করেন নিহত প্রবীর মাঝির ছোট ভাই চন্দ্র দ্বীপ মাঝি। সাংবাদিকরা জানতে চেয়েছিলো কেন হত্যা করা হলো,তাদের সাথে পূর্বের কোন শক্রতা ছিলো কি না। উত্তরে চন্দ্রদ্বীপ বলেন, কোন পূর্ব শত্রতা ছিলো না। শুধুই টাকা আর স্বর্নের লোভেই তাকে হত্যা করা হয়েছে। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর কাছে স্বারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY