জমি জমা বিরোধের জেরে দৌলতখানের চরপাতায় গৃহবধূকে মারধর ও শিক্ষার্থীকে শ্রীলতাহানির চেষ্টা

0
354

স্টাফ রিপোর্টার।। জমিজমার বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দৌলতখান উপজেলার চরপাতায় গৃহবধূকে মারধর ও শিক্ষার্থীকে শ্রীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে । গত বুধবার বিকালে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিনর ২ নং ওয়ার্ডের কেরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় নাসির ও সুজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী একই এলাকার নুর বকশি ফরাজি বাড়ির বাসিন্দা বাদশা কেরানির স্ত্রী সাফিয়া বেগম (৫৫) ও হান্নান কেরানির মেয়ে সুমাইয়া বেগম (১৮) কে মারধর এবং শ্রীলতাহানীর চেষ্টা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, ২নং ওয়ার্ডের কেরানি বাজার সংলগ্ন নুর বকশি ফরাজী বাড়ির বাসিন্দা বাদশা কেরানী গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই বাড়ির সালেম ফরাজীর ছেলে নাসির গংদের বিরোধ ছিল। বিষয়টিকে কেন্দ্র করে একই এলাকার কিছু কুচক্রী মহল সাবেক জামাত-শিবির সদস্য ও বর্তমান হাইব্রিড আওয়ামীলীগের লোকজন উভয় পক্ষের ভিতর কোন্দল বৃদ্ধির জন্য চেষ্টা চালায়। গত বুধবার (৬ মে ) বিকেলে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কেরানি বাজারে স্থানীয় ২ নং ওয়ার্ডের সেলিম মেম্বার এর সাথে কথা বলার সময় বাদশা কেরানি ও তার ছেলে হান্নান কেরানীর সাথে একই বাড়ির সালেম ফরাজির ছেলে নাসির, আবদুল খালেকের এর ছেলে সুজন গংদের কথার কাটাকাটি হয়। এসময় বাদশা কেরানির স্ত্রী সাফিয়া বেগম,হান্নান কেরানির মেয়ে সুমাইয়া বেগম ঘটনাস্থলে গেলে নাসির , সুজন, শাহাবুদ্দিন ,মাইনুদ্দিন, জাফর সহ কয়েক জন মিলে সাফিয়া ও সুমাইয়ার উপর এলোপাথারি ভাবে মারধর করে । পরে স্থানীয়রা সাফিয়া ও সুমাইয়াকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে । সুমাইয়াকে প্রাথমিক চিকিৎসা করে ছেরে দেওয়া হয়। অপর দিকে সাফিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতাল রেফার করা হয়। সাফিয়ার ছেলে ও সুমাইয়ার পিতা হান্নান কেরানি বলেন, আমি চরপাতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি । গত ইউপি নির্বাচনে আমি ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলাম। রাজনৈতিক কারণে আমার ওয়ার্ডে আমার কিছু বিরোধি পক্ষ রয়েছে। তারা বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধাচারন করছে। এদের কয়েক জন আগে জামাত-বিএনপির করত । বর্তমানে আওয়ামী লীগে যোগ দিয়েছে। তারা আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ আজেবাজে কথা প্রচার করছে। তারা আমার প্রতিপক্ষকে বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে ইন্দন দিয়ে যাচ্ছে। তাদের ইন্দেনেই নাসির গং এই হামলা চালিয়েছে । ঘটনা ঘটছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি

LEAVE A REPLY