ভোলায় পিতার হত্যার বিচার চেয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

0
780

আদিল হোসেন তপু ॥ ভোলার লালমোহনে  উপজেলার পৌর সভার ২ওয়ার্ডের বাসিন্দা লঞ্চের স্টাফ জাহাঙ্গির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার সন্তানরা। রবিবার ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে লিখিত বক্তব্যে তার সন্তান  আল আমিন শান্ত জানায়,আমাদের বাসার উপর দিয়ে পাশ্ববর্তী সামছুদ্দিন মানিক এর নিজ বাসা সহ ভাড়া বাসার বিদ্যুতের লাইন নেওয়া প্রায় আমাদের বাসার লাইনে সট শার্কিট হয়ে যেত। এতে করে ঝুঁকির মধ্যে আমরা বসবাস করে আসছিলাম। গত ২০ এপ্রিল ঝড় বাতাসের কারনে আমাদের বাসা আবারও শর্ট সার্কিট হয়ে  হয়ে গেলে আমার মা  বিদ্যুতের লাইমেন উদ্দেশ্য করে কিছু বললে পাশ্ববর্তী সামছুদ্দিন মানিক ও তার স্ত্রী ছায়েরা বেগম নিজেদের দিকে কথা টেনে নিয়ে গিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে সামছুদ্দিন মানিকের জামাই  সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির কে ফোন দিলে তার নেতৃত্বে গুন্ডাবাহিনী বাড়িতে প্রবেশ করে আমার বাবার উপর অতর্কিত হামলা করে।

ফলে আমার বাবা জাহাঙ্গির সহ পরিবারের লোকজনকে  ব্যাপক মারধর করে। এতে করে আমার বাবা গুরত্বর আহত হয়। তাদের ভয় আমার বাবাকে বিনা চিকিৎসায়  মরতে হয়। এ ঘটনায় মামলা দায়েরের ২০ দিন পেরিয়ে গেলেও মূল আসামি  মনির ও ইকবালকে ধরতে পারেনি পুলিশ। এই ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি করেন জাহাঙ্গির পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত জাহাঙ্গির এর স্ত্রী পারুল বেগম,বড় ছেলে আল আমিন শান্ত,মেয়ে ফারিয়া,ছেলে আলিফ, জাহাঙ্গির ছোট ভাই আলমগীর উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY