বঙ্গবন্ধুর খুনি মাজেদ কারাগারে

0
154

ভোলা নিউজ২৪ডটকম।। বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে কারাগারে পাঠানো হয় তাকে।

এর আগে গতরাত ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জুলফিকার হায়াতের আদালতে শুনানি হয় মাজেদের। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় শুনানি শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময় খবর আসে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়তো করোনার ভয়ে চলে এসেছে।’

বঙ্গবন্ধু হত্যা মামলায় ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় আবদুল মাজেদসহ ১২ আসামিকে।

 

LEAVE A REPLY