ভোলায় ব্যাংক এশিয়ায় মুজিব কর্নার উদ্বোধন

0
248

ভোলা নিউজ২৪ডটকম ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ প্রথম দিনে ভোলায় ব্যাংক এশিয়ায় জেলা শাখায় মুজিব কর্নারটি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোলা শহরের নবারুন সেন্টারে মুজিব কর্নারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: সাজ্জাদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয়। মুজিব কর্নার থেকে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাস সম্পর্কে জানা যাবে। এখানে ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে সাধারন মানুষ,গ্রাহকরা ব্যাংকে এসে বঙ্গবন্ধুকে জানতে পারবে বলে জানায়।
ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডারেক্টর মো: সাজ্জাদ হোসেন,বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে ভোলা জেলায় ব্যাংক এশিয়া শাখায় মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। মুজিব কর্নারে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক বইসমূহ স্থান পাবে। ব্যাংক কর্মকর্তা, গ্রাহকসহ সব শ্রেণী-পেশার মানুষের জন্য এ কর্নার উন্মোক্ত থাকবে বলে জানান।
ক্যাপশন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ প্রথম দিনে ভোলায় মুজিব কর্নারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: সাজ্জাদ হোসেন।

LEAVE A REPLY