ভোলা বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ড,কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
1469
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটকম।।  ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এতে ৫০টি দোকান পুড়ে ছাই হয়েছে।
বুধবার (৪মার্চ) ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের সেন্ট্রাল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডে ৫০টির মত দোকান পুড়ে ছাই হয়েছে ধারনা করা হচ্ছে।স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং ভোলা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দুই আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডটি বাজারের ভিতরে ঘটায় রাস্তা ছোট থাকায় অগ্নিকান্ড স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি,পানির পাইপ টেনে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে।তাই আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ব্যবসায়ীদের ধারণা অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রাত ১২ টার পরে মোঃ কামালের চায়ের দোকান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারনা দিয়েছে স্থানীয়রা।
বোরহানউদ্দিন থানার এস আই মুহাইমিনুল ইসলাম (শাওন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি

LEAVE A REPLY