ভোলা নিউজ ২৪ ডটনেট ।। বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ক্ষোভে-বিক্ষোভে ফুসছে ভারত। এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ থামছেই না। ভারতের বিভিন্ন রাজ্যে রাস্তায় নেমে এসেছে জনসাধারণ। প্রতিদিনই বিক্ষোভ-মিছিল আর প্রতিবাদে সবর ভারতের বিভিন্ন শহর।
বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির রাজপথে হাজারো মানুষ। বেঙ্গালুরু ও হায়দরাবাদের রাস্তায়ও নেমে এসেছে প্রতিবাদী জনসাধারণ। এর আগে পশ্চিমবঙ্গ ও আসামেও বিক্ষোভের গণবিস্ফোরণ দেখা গেছে।
ভারতীয় পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লির লালকেল্লা এলাকা-সহ বেশি কিছু এলাকা। ১৭টি মেট্রো স্টেশনের পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবাদ-বিক্ষোভ চলছে বেঙ্গালুরু, হায়দরাবাদেও। প্রতিবাদ করতে গিয়ে বেঙ্গালুরুতে আটক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।’