ভোলায় ট্রলার ডুবি অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, আহত-১৫

0
315

ভোলা নিউজ২৪ডটনেট॥ঘূর্ণীঝড় বুলবুলের প্রভাবে ভোলায় এ মূহুর্তে দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। জেলার বিস্তীর্ণ এলাকায় ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ-পালা উপড়ে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লালমোহন ও চরফ্যাশন উপজেলায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক ঘর। আহত হয়েছে ১৫ জন।

চরফ্যাশন উপজেলায় সাগর মোহনার ঢাল চরের কাছে ১৭ মাঝি-মাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন। অন্যদিকে, চরফ্যাশনের আরেকটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝি-মাল্লাসহ ১৪ জন হাতিয়ার সাগর মোহনায় চরে আটকা পড়েছেন।

লালামোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানিয়েছেন, গতকাল রাত ৯টায় উপজেলার গজারিয়া ও লর্ডহাডিঞ্জ এর পেয়ারীমোহন গ্রামে ঝড়ের কবলে পড়ে অন্তত ৩০টি ঘর বিধ্বস্ত হয়েছে। তারা ক্ষয়-ক্ষতি নিরুপনে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY