শেখ হাসিনার ঘোষণা ভোলার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না আওয়ামী লীগ হলেও খুনিকে ক্ষমা করা হবে না-ভোলায় কাদের

0
581

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট।।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেও বলেছেন, ভোলার ঘটনায় বিএনপিকে শেখ হাসিনা সুযোগ দেন নি।

ঘোলাপানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করেছে।কিন্তু পারে নি। শেখ হাসিনার ঘোষণা যারাই ভোলার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। আওয়ামী লীগ হলেও খুনিকে ক্ষমা করা হবে না। অপরাধীরা পার পেয়ে যেতে পারবে না। তিনি আজ দুপুওে ভোলার চরফ্যাশন ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এন্ত্র মন্ত্রী শুদ্ধি অভিযান প্রসঙ্গ উল্লেখ কওে আরও বলেন, আজকের শুদ্ধি অভিযানে যারা টার্গেট তারা শেখ হাসিনার নিজের ঘরের লোক। তিনি ছাড় দেন নি। লোক দেখানো শুদ্ধি অভিযান করছেন না। তিনি বাংলাদেশের জনগণের মনের ভাষা চোখের ভাষা ও মুখের ভাষা বুঝতে পারেন। মানুষ যাদের কার্যকলাপে অস্তোষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন।
বিএনপির রাজনীতির সমালোচনা কওে ওবায়েদুল কাদের, যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনে বিজয়ী হতেও ব্যর্থ। আন্দোলণে ব্যর্ধ হয়ে বিএনপি এখন ইস্যু খুজে বেড়ায়। শেখ হাসিনা তাদেও ইস্যু খুজে নিতে দেন নি। এছাড়া মন্ত্রী নুসরাত হত্যার বিষয়ে বক্তব্য রাখেন।


ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন্দ, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী নুরুল ইসলাম ভিপি ও পৌর আওয়ামী লীগ সেক্রেটারী মনির আহসেদ শুভ্র।
এর আগে মন্ত্রী ৪০ কোটি টাকা ব্যয়ে চরফ্যান বেতুয়া সড়কের উদ্বোধণ করেন। এছাড়া মন্ত্রী জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন। সভায় মন্ত্রী চরফ্যাশন ঘোষের হাট সড়ক প্রস্তত করণে ১হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।

LEAVE A REPLY