চরফ্যাশনে আতশবাজির আগুনে যুবক মৃত্যুর অভিযোগ

0
776

সোয়েব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন জনতা রোড সংলগ্ন আয়ুর্বেদিক ঔষধের দোকানের পিছনে আতশবাজির আগুনে ফারুক কবিরাজের ছেলে মোঃ আজাদ হোসেন (৩০)’র মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহতের স্বজন আলম মাঝি জানায় (১৩ অক্টোবর) রোববার বিকেল ৪টায় ঔষধের দোকানের পিছনে কাজ করছিল আজাদ এসময় প্রতিবেশি হিন্দু যুবকরা পাশেই আতশবাজি নিক্ষেপ করে।

এসময় আতশবাজির আগুনের অংশ এসে দোকানের পিছনে থাকা পরিত্যাক্ত তৈলের ব্যারেলে লেগে অগ্নীকান্ডের শিকার হন আজাদ।

পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করে।

বরিশাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে (১৪অক্টোবর সোমবার ভোর ৪টায় ওই যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দোকান সংলগ্ন প্রতিবেশি কল্পনা রানি ও বিউটি রানি বলেন, আমরা
আমাদের বসতঘর থেকে হটাৎ একটি ব্যারেল ব্লাস্ট হওয়ার শব্দ শুনে বাহিরে এসে দেখি আজাদের গায়ে আগুন লেগে তার শরির পুরে গেছে।

প্রতিবেশি ব্যবসায়ি মোঃ শিরাজুল ইসলাম ও মোঃ কবির হোসেন ভোরের কাগজ প্রতিবেদককে বলেন, আতশবাজির আগুন এসে কাজ করা অবস্থায় আজাদের গায়ে লাগে তবে আজাদ মৃত্যুর আগে চিৎকার করে বলতে থাকে তার গায়ে কেউ পটকা (আতশবাজি) মেরেছে।

এবিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্য শামসুল আরেফিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং
সেখান থেকে ধায্যপদার্থ জাতিয় দু’টি ব্যারেল ও পুরে যাওয়া বিভিন্ন আলামত উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি আতশবাজি বা আগুন নিক্ষেপে ওই ব্যারেলটি ব্লাস্ট হয়ে ওই যুবকের গায়ে অগ্নিকান্ডের
ঘটনা ঘটতে পারে।

তবে পরিক্ষা নিরিক্ষা করে আমরা রিপোর্ট জমা দিবো। থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY