নিমিষেই হাত ছিঁড়ে নিল অজগর, এরপর…

0
589

ভোলা নিউজ ২৪ ডটনেট : দুঃসহ এই স্মৃতি বোধহয় সারাটা জীবনই বয়ে বেড়াতে হবে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের নিরাপত্তারক্ষী রবার্ট নাবাবানকে।

রিয়াউ প্রদেশের বাতান ঘাংসাল গ্রামের রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এই নিরাপত্তারক্ষী। হঠাৎ দেখেন রাস্তা দিয়ে পার হচ্ছে এক বিশাল অজগর। বিরাট দেহ নিয়ে বেশ ধীরেই রাস্তা পার হচ্ছিল সাপটি। অন্যদিকে রাস্তার দুই পাশে তখন অনেক গাড়ির সারি।

একসময় কিছুটা বিরক্ত হয়েই পুলিশ কর্মকর্তা রবার্ট নাবাবান আরো দুজনকে নিয়ে সাপটিকে রাস্তার পাশে রেখে দিতে যান। এ সময় সাপটি হঠাৎই বেশ ক্ষিপ্রতার সঙ্গে নাবাবানের হাত কামড়ে ধরে হাতটি বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয় জনতা এগিয়ে এসে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে।

পরে গুরুতর আহতাবস্থায় ৩৭ বছর বয়সী নাবাবানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাবাবান আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে।
আজ বুধবার হাসপাতালের বিছানায় শুয়ে নাবাবান জানান, দুই সহযোগীকে নিয়ে সাপটির লেজের অংশ পাকিয়ে নিয়ে রাস্তার অপরদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ সাপটি ফিরে কামড় দিয়ে তাঁর ডাক হাত গিলে ফেলে। এরপর তাঁর মাথাও গিলে খাওয়ার চেষ্টা করছিল সাপটি। কিন্তু এ সময় গ্রামবাসী এসে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নাবানানের আর্তনাদে ছুটে আসেন গ্রামবাসী। এরপর অজগর-মানুষে টানাটানি শুরু হয়। কিন্তু নাছোড়বান্দা সাপটি। নাবানানের হাতটি সেই সময় ছিঁড়ে অজগরের মুখেই রয়ে যায়। এরপর সবাই মিলে সাপটাকে পিটিয়ে মেরে ফেলে। বিশাল সেই সাপের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
নাবানান আরো বলেন, ‘পুরো বিষয়টি ছিল দুঃস্বপ্নের মতো। হঠাৎ করেই অজগরটি আমার হাত মুখে পুরে নিয়েছিল।’

পরে অবশ্য স্থানীয়রা অজগরটিকে মেরে ফেলেছে বলেও জানিয়েছেন নিরাপত্তাকর্মী নাবানান।

LEAVE A REPLY