ভোলায় মহাষষ্ঠীতে বিশেষ সংগীতানুষ্ঠান

0
168
গোপাল চন্দ্র দে॥ ভোলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রেনুকা বস্ত্রালয়ের আয়োজনে বিশেষ সংঙ্গীতানুষ্ঠান “মহাষষ্ঠীর সেরা আয়োজন রেনুকা বস্ত্রালয়  গানে গানে” অনুষ্ঠিত। ৪ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় শারদীয় দূর্গাপূজার মহাষষ্ঠী উপলক্ষে এই ব্যাতিক্রমী আয়োজন করে রেনুকা বস্ত্রালয়। যেখানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত সংগীত শিল্পী সুপ্রিয়া চক্রবর্তী, চট্রগামের সংগীত শিল্পী- লিপি শর্মা ও তপন দাস। এছাড়াও প্রানবন্ত উপস্থাপনা ও সংগীতের মাধ্যমে আগত ৬ শতাধিক দর্শককে মাতিয়ে রাখেন ভোলার সংগীত শিল্পী বাধন তালুকদার। সংগীতানুষ্ঠানের পাশাপাশি ছিলো অন্নেশা বসু দিয়া ও এঞ্জেলিক সাহার পরিবেশনায় ভক্তিমূলক নৃত্য পরিবেশনা। রেনুকা বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী অসীম সাহা জানান,হিন্দুধর্মাবল্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর তাই এই পূজা উপলক্ষে সকলকে বিনোদন দেওয়ার জন্যই এই আয়োজন।

LEAVE A REPLY