ভোলা সরকারি কলেজে সেচ্ছাসেবি সংগঠন বাঁধনের

0
325

এম মাঈনুল এহসান।।  ৩ দিন ব্যাপি সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন “একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্বার বাধন” শ্লোগানে ভোলা সরকারি কলেজে সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সদস্য সংগ্রহ ও নবীন শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুধ করন কার্যক্রমের উদ্ভেধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকালে ভোলা সরকারি কলেজের ছায়া বীথি প্রাঙ্গনে ৩দিন ব্যাপি সদস্য সংগ্রহ অভিযানের উদ্ভোধন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:গোলাম জাকারিয়া । এ সময় ভোলা সরকারি কলেজের প্রানী বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোমেন মিয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক আহমেদ আবদুল্লাহ রিপন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও বাঁধনের শিক্ষক উপদেষ্টা মো: এরশাদ,বাঁধনের ছাত্র উপদেষ্টা হারুন মন্ডল, মো: আশরাফ, বাঁধন ভোলা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ সভাপতি মুস্তাকিম বিল্লাহ ফাহিম, সাধারন সম্পাদক জয়ন্ত, যুগ্ম সম্পাদক মাহফুজ,সাংগঠনিক সম্পাদক বাপ্পি, দপ্তর সম্পাদক তামিম, কোষাধ্যাক্ষ টিনা,সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজের সদস্য মাসুদা আফরিন, সুরমিলী, দিপিকা গাঙ্গুলি সহ বাঁধনের বিভিন্ন ইউনিটের অন্যান্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনার্স ২০১৯-২০ শিক্ষা বর্ষের ক্লাশ শুরু উপলক্ষে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ৩দিন ব্যাপি সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। বাঁধনের সদস্যবৃন্দ বিভিন্ন বিভাগে গিয়ে নতুন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য প্রদান ও লিফেলেট বিতরন করেন। এ সময় তারা নবীন শিক্ষার্থীদের অসহায় মানুষের পাশে দাড়াতে আহব্বান জানান। আগামি ৩ তারিখ প্রর্যন্ত এই সদস্য সংগ্রহ ও বিনামুল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা হবে বলে জানিয়েছেন বাঁধন সদস্যরা।

LEAVE A REPLY