ভোলার লালমোহনে তারুন্যের সংলাপ অনুষ্ঠিত

0
286

লালমোহন প্রতিনিধি ॥ভোলার লালমোহনে জলবায়ু পবির্তন এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুন প্রজন্মকে সচেতন করার পাশাপাশি দুর্যোগের প্রভাব মোকাবেলায়  তারুনুন্যের করনীয়  বিষয়ক  তরুন-তরুনীদের নিয়ে  সংলাপ অনুষ্ঠিত হয়। বুধবার (২৮  আগষ্ট) সকালে লালমোহন  অফিসার্স কাবে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

ইযুথ পাওয়ার ইন বাংলাদেশের আয়োজনে ইউনিসেফ এর সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন  ইউনিসেফ’র সিফরডি অফিসার সনজিত কুমার দাস,প্লানিং এন্ড মনিটরিং অফিসার আল মুমিন মো.গোলাম সারওয়ার,এলজিসি প্রকল্পের জেলা সম্মনয়কারী আব্দুস সালাম,উপজেলা সম্বনয়কারী  মোফাজ্জেল হোসেন আল-আমিন প্রমুখ।
সংলাপ অনুষ্ঠানে জলবায়ু নিয়ে তরুনদের সাথে আলোচনা করেন ইউনিসেফের জলবায়ু পরিবর্তন বিষয়ক কনসালটেন্ট আসিফ মইনুর চৌধুরী।
এসময় বক্তরা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনদিন বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়। বাড়ছে পৃথিবীর উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ঘটছে ঘূর্ণিঝড়, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। তাই জলবায়ু পরিবর্তম মোকাবেলায়  ঝুকিঁ কমানোর জন্য তরুনদের এগিয়ে আসতে হবে। তরুনদের দক্ষ করে গড়ে তুলতে হবে।জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সময় উপযোগী কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানান।

LEAVE A REPLY