চরফ্যশনে ৭২ ঘন্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ জেলেদের

চরফ্যশনে ৭২ ঘন্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ জেলেদের

0
246

সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনে।। ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরের ঢালচরের শিবচর সংলগ্ন গভীর সমুদ্রে ও মেঘনার হাতিয়ায় গ্যাস ফেক্টরীর পূর্ব পাশে পৃথক ট্রলার ডুবির ঘটনায় ৭২ ঘন্টায়ও হদিস মেলেনি নিখোঁজ জেলেদের। এ ঘটনায় জেলেদের পরিবারের আহাজারিতে ভাড়ি হয়ে উঠেছে দক্ষিন উপকুলের বাতাস। গত ৬ জুলাই শনিবার দুপুর ২টা ও বিকেল ৪টায় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবোলে পরে পৃথক ৩ ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করা গেলেও ২৯ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানান চরফ্যাশন ও দুলারহাট থানার অফিসার ইনচার্জ। উপজেলা সিনিয়র মৎস অফিসার মারুফ হোসেন মিনার বলেন, সাগরে একটি ট্রলার ডুবি হয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত তবে নুরাবাদ উনিয়নের ট্রলার ডুবি হয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি একটু অস্পষ্টতা রয়েছে, খোঁজ খবর নিচ্ছি তবে এখোন পর্যন্ত ১৭ জেলে নিখোঁজ রয়েছেন। উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিন বলেন, আমরা মাদ্রাজের সামরাজ ও ঢালচরে পরিদর্শনে গিয়েছি সেখানকার স্থানিয় জেলেদের সাথে আলোচনা হয়েছে, নেভি ও কোস্টগার্ডের উদ্ধার অভিজান অব্যাহত রয়েছে। উল্লেখ্য গত ২ জুলাই সোমবার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎসঘাট থেকে বাবুল মাঝি ও নুরাবাদের শাজাহান মাঝির দু’টি ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলে বৈরি আবহাওয়ায় সাগরের উত্তাল ঢেউয়ে ঝড়ের কবোলে পরে ট্রলার ডুবির ঘটনা ঘটে এতে ২৯ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ জেলেরা হলেন,মনির মাঝি,জিহাদ

হেসেন,অজিউল্লাহ,মাকসুদ,কামাল,তছির,জাহাঙ্গীর,হজরত আলী,শামসুদ্দিন,শাহজাহান-২,জামাল উদ্দিন,রুবেল,আব্দুল হাই,সুলতান,মফিজল,জুয়েল,মোঃ হোসেন,আব্দুল হক,আফসার,নাছির, জসিম ও বাবুল সহ অগ্গাত আরোও কয়েকজন। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশনের আহমদপুর,রসুলপুর,জিন্নাগড় ও মাদ্রাজ ইউনিয়নে।

NO COMMENTS

LEAVE A REPLY