ভোলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গনমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময়

0
488

ইয়াছিনুল ইমন,ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ ভোলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রত্যাশা প্রকল্পভুক্ত কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএফআইডির সহযোগীতায় বুধবার (২৯ সেপ্টম্বর) বিকালে গ্রমীন জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে গ্রামীন জন উন্নয়ন সংস্থা এবং গনসাক্ষরতা অভিযান এ সভার আয়োজন করে। মতবনিমিয় সভার সভাপতিত্ব করেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। এ সময় অতিরিক্ত পরিচালক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সভায় এডুকেশন ওয়াচ চরসামাইয়া কমটির সহ-সভাপতি আবুল বাশার এবং ভেদুরিয়া এডুকেশন ওয়াচ গ্রুপের সহসভাপতি মোঃ শাহে আলম প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। ভোলা সদরের চরসামাইয়া ও ভেদুরিয়া ২৬টি,লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ৩৪টি ও তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নে ১৩ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রত্যাশা প্রকল্পের কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বৃদ্ধি, সকল শিশুকে ভর্তির নিশ্চিত,বিদ্যালয়ের উন্নতি সাধন,নিয়মিত এ্যসেম্বলী,খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদান এবং শিক্ষার পরিবেশ তৈরী ও মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে এডুকেশন ওয়াচ। পরে প্রকল্পের একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভোলা জেলা সভাপতি,ভোলা নিউজ ২৪ ডটনেট এর সম্পাদক ও এনটিভি’র স্টাফ রিপোর্টার মোঃ আফজাল হোসেন,মাছরাঙা টিভি’র জেলা প্রতিনিধি হাসিবুর রহমান,মোঃ ইউনুচ,যায়যায়দিন প্রতিনিধি নুরে আলম ফয়েজ,কালেরকন্ঠ প্রতিনিধি শিমুল চৌধুরী,গাজী টিভি ও যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন,ইকরামসহ জেলার প্্িরন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারকর্মীরা অংশগ্রহন করেন।

LEAVE A REPLY