ভোলায় বাগদাচিংড়ির রেনু পাঁচারের দায়ে এক জনের কারাদন্ড

0
305

সোয়েব চৌধুরি,চরফ্যাশন প্রতিনিধি ।। ভোলার চরফ্যাশনের বাগদা চিংড়ির রেনু পোনা পাচারের অপরাধে মোঃ কাসেম (২৯) নামের এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ৫টি ড্রামে থাকা ৬০ হাজার রেনু পোনাসহ কাসেমকে আটক করা হয়। পরে তাকে কারাদন্ড দেয়ার পাশাপাশি জব্দ রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়। আটক কাসেমের বাড়ি চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের হামিদপুর গ্রামে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, স্থানীয় সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী রাতে রেতুয়া নদীর নতুন স্লুইজ গেইট এলাকায় ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালায়। এসময় একটি ছোট ট্রাকে ৫টি ড্রামে থাকা ৬০ হাজার চিংড়ির রেনু পোনাসহ কাসেম নামের একজনকে আটক করা হয়। পরে তাকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়। এছাড়া জব্দ রেনুপোনা সাংবাদিকদের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

LEAVE A REPLY