তরুন লেখক শাহারিয়ার আহামেদ সায়েম এর কবিতা “ধর্ষণ”

0
1672

 “ধর্ষণ”

কবি সেদিন বলেছিল,

স্বার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে
তাহলে কেন ধর্ষণের বন্যায় এদেশ যাচ্ছে ভেসে?
কেন চার কিংবা পাঁচ বছরের কন্যা হচ্ছে রেশে রেশে ? কেন নরক পশুরা এ সমাজে থাকছে মানুষের বেশে?

সেদিন লেখক লিখেছিলেন,
সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি
তাহলে আজ কেন ধর্ষণে বিমুখরীত বাংলা তুমি?
কেন শুনতে হচ্ছে আমার বোনের বিলাপ, নুমি নুমি?
আর কত কী দেখতে হবে এদেশের মানুষ আর আমি?

ফিরিয়ে দাও বাংলা তুমি ফিরিয়ে দাও,
আমার বোনের সেই ঝরে পড়া রাত, তুমি ফিরিয়ে দাও।
দেখিয়ে দাও বাংলা তুমি দেখিয়ে দাও,
নরক পশুর দলের জন্য বাংলা নয়, তুমি দেখিয়ে দাও।

জাগো বাঙালী জাগো প্রতিবাদে রুখে পড়ো,
শান্তি ঐক্যের স্বাধীন বাংলাদেশ গড়।
জাগো বাঙালী জাগো দেখিয়ে দাও তোমরা,
ধর্ষণ মুক্ত সোনার বাংলাদেশ গড়বো আমরা।

LEAVE A REPLY