ভাষণের প্রতিক্রিয়া : সু চি একজন ‘মিথ্যাবাদী’

ভাষণের প্রতিক্রিয়া : সু চি একজন ‘মিথ্যাবাদী’

0
460

ভোলা নিউজ ২৪ ডটনেট : রোহিঙ্গা জনগোষ্ঠী বাস করে এমন গ্রামগুলোর অধিকাংশই সুরক্ষিত আছে। মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক ও নেত্রী অং সান সু চির এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা।

আজ মঙ্গলবার নিজ দেশে বিষয়টি নিয়ে ভাষণ দেন সু চি। সেখানে তিনি কূটনীতিকদের মিয়ানমার পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

সু চির ভাষণের পর রোহিঙ্গাদের প্রতিক্রিয়া জানতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে কথা বলে বার্তা সংস্থা ইউএনবি।

আবদুল হাফিজ নামে এক রোহিঙ্গা জানান, রোহিঙ্গারা সু চিকে একসময় বেশ বিশ্বাস করত। কিন্তু এখন সু চি একজন ‘মিথ্যাবাদী’। তিনি জানান, রোহিঙ্গারা অন্যান্য সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি দুর্দশায় আছে।

নিজেদের কারণেই রোহিঙ্গারা গ্রামছাড়া হয়েছে, এরকম অভিযোগ শুনে ক্ষিপ্ত হন হাফিজ। তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়, তবে সু চির উচিত ধ্বংস হয়ে যাওয়া গ্রামগুলোতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া। যদি রোহিঙ্গারা ভুল প্রমাণিত হয়? তিনি বলেন, ‘তবে বিশ্ব যদি সিদ্ধান্ত নেয় সাগরে ঠেলে দিয়ে আমাদের মেরে ফেলার তা আমরা মেনে নেব।’

NO COMMENTS

LEAVE A REPLY