দৌলতখানে অগ্রদূত সংস্থার উদ্যোগে মৌলিক সাক্ষরতা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

0
795

দৌলতখান প্রতিনিধি ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটনেট।। বেসরকরি উন্নয়ন সংগঠন অগ্রদূত সংস্থার উদ্যোগে ভোলার দৌলতখানে ৫দিন ব্যাপী মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ২০ অক্টোবর তারিখে দৌলতখান মহিলা কলেজের হলরুমে শুরু হওয়া প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মো: জানে-ই-আলম হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং অগ্রদূত সংস্থার চেয়ারম্যান এস. এম. নুরুল ইসলাম। প্রশিক্ষণটি পরিচালনা করেন অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন চৌধূরী। প্রশিক্ষণটিতে ২জন সুপারভাইজারসহ ৬০জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

সংস্থাটির নির্বাহী পরিচালক এ প্রতিবেদককে জানান যে, একই ধরনের প্রশিক্ষণ দৌলতখানের আরও দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে যেখানে ৪জন সুপারভাইজারসহ ১২০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন। তিনি আরো জানান যে, মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় পর্যায়ক্রমে মোট ১৫ জন সুপারভাইজার এবং ৬০০ জন শিক্ষক-শিক্ষিকাকে বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে এসব শিক্ষক-শিক্ষিকা ১৮ হাজার নারী-পুরুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে সহায়তা করবে।

LEAVE A REPLY