রাকিব উদ্দিন অমি ভোলা নিউজ ২৪ ডটনেট :ভোলা প্রতিনিধি॥ ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ওবায়দুল হক মহা বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রবীণ রাজনীতিবিদ মোফাজ্জল হোসেন শাহিন আর নেই। ইন্নলিল্লাহি ও ইন্না ইলায়হি রজেউন। রোববার বিকালে সাড়ে ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়েবেটিকসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে র্দীঘ দিন ধরে অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলেসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মোফাজ্জল হোসেন শাহীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় তোফায়েল আহমেদ বলেন, মোফাজ্জল হোসেন শাহীন বাংলাদেশ আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ১৯৮০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ভোলার মানুষ তাকে একজন সৎ ও দক্ষ রাজনীতিবিদ হিসেবে জানেন। তার মৃত্যুতে ভোলার মানুষ একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনীতিবীদকে হারালো। মোফাজ্জল হোসেন শাহীন বাংলাদেশ আওয়ামীগের প্রবীণ ও ত্যাগী নেতা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ট ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে একজন প্রবীণ ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে জানেন।
এছাড়াও মোফাজ্জল হোসেন শাহিন সুনামের সাথে ভোলা বাস মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট ভোলা জেলা শাখার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আগামী কাল সোমবার জোহরবাদ ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।