আদিল হোসেন তপু॥
“মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১ লা আগষ্ট) সকালে জেলা সিভিল সার্জন এর হল রুমে স্বাস্থ্য বিভাগ ভোলা জেলা এর আয়োজনে ও ইউএসএআইডি এর কমিউনিটি ভিত্তিক পুষ্টি উন্নয়ন (ইনকা) প্রকল্প এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।
সভায় সভাপত্বিত করেন ভোলা জেলা সিভিল সার্জেন ডা: রথীন্দ্র নাথ মজুমদার।
এসময় বক্তারা বলেন,মায়ের দুধই শিশুর প্রধান খাদ্য। শিশু খাদ্যের প্রাকৃতিক ও অত্যন্ত নিরাপদ উৎস মায়ের দুধ। তাই শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে মায়ের দুধের কোন বিকল্প নেই।
এসময় বক্তারা আরো বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসইউন্নয়ন লক্ষমাত্রা অর্জনে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে সুস্থ শিশু আগামী দিনের ভবিষ্যৎ।