স্টাফ রিপোর্টার/ভোলা নিউজ ২৪ ডট নেট : বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চর সহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় ভোলায় বসত বাড়ী বনায়ন কর্মসূচীর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শুক্রবার (১৩ জুলাই) সকালে ভোলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের আলমগীর মাষ্টার বাড়ীর আঙ্গিনায় বানয়ন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মো: ফরিদ মিঞা, প্রবীন সাংবাদিক আবু তাহের,ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য- মো: আলমগীর,মো: অলি,জাকির পাটারী,মজিব মাষ্টার প্রমুখ।
উপকূলীয় বন বিভাগীয় ভোলা এর বাস্তবায়নেও জেলা প্রশাসক এর সহযোগিতায় ভোলা জেলায় ১৫শ বসত বাড়ীর আঙ্গিনায় ২০ টি করে বনজ,ফলদ ও ঔষুধী প্রজাতির কাছের চার রোপন করে দিবে বন বিভাগ। এর মাধ্যমে মানীনয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন পরিবেশ হয়ে উঠতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।