ব্রাজিলের আন্তর্জাতিক খেলায় অভিষেক হয় আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে

0
10

ভোলা নিউজ২৪ডটকম।। সবচেয়ে বেশি পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের আন্তর্জাতিক খেলায় অভিষেক হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে।

১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথম দেখায় আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল।

ফুটবলের জনপ্রিয় সাইট গোল ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, ১৯১৪ সালের ওই ম্যাচটি ব্রাজিলের প্রথম ম্যাচ হলেও আর্জেন্টিনার আন্তর্জাতিক অঙ্গনে পদচারণ শুরু এর বেশ আগে থেকেই। ১৯০১ সালে প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে আলবিসেলেস্তেরা।

অন্য মহাদেশের দেশগুলোর সঙ্গে খেলতে দীর্ঘ ভ্রমণ করতে হতো বলে লাতিন দেশগুলো তখন নিজেদের মধ্যেই ম্যাচ খেলতো।

এরই ধারাবাহিতকাতায় ১৯১৪ সালে আর্জেন্টিনা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনুরোধ করেছিল একটা দল পাঠাতে। সেই অনুরোধে সাড়া দিয়ে এফএ সে সময় ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের লিগের মাঝারি মানের দল এক্সেটারকে পাঠানো হয় দক্ষিণ আমেরিকা সফরে।

আর্জেন্টিনায় খেলার পর দেশে ফেরার আগে ব্রাজিলেও খেলতে যায় এক্সেটার। সেলেসাও ইতিহাসের শুরুও সেখানে। রিও ডি জেনিরো ও সাও পাওলোর দুই ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় ‘ব্রাজিল একাদশ’।

২-০ গোলে এক্সেটারের বিপক্ষে ওই ম্যাচটা জেতার পর ওই বছরই সেপ্টেম্বরে প্রথম জাতীয় দল হিসেবে খেলতে আর্জেন্টিনা যায় ব্রাজিল।

জিমনাশিয়া স্টেডিয়ামে ৩-০ গোলে জিতে আর্জেন্টাইনরাই উড়িয়েছিল বিজয়নিশান। জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার কার্লোস ইজাগুইরে, অন্য গোলটি অধিনায়ক অ্যাকুইলেস মলফিনোর।

এক সপ্তাহ পর একই মাঠে আবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ব্রাজিল শোধ নেয় ১-০ গোলে জেতে।

LEAVE A REPLY