বিশেষ প্রতিনিধি ॥বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বিভিন্ন সময় হামলা-মামলা ও পারিবারিকভাবে হয়রানীর শিকার ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: মাহামুদুল হাসান। তিনি ভোলার চরফ্যাশন পৌর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: জয়নাল আবেদীনের ছেলে।
মো: মাহামুদুল হাসান জানান, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ২০০৭সাল থেকেই বিভিন্ন সময় হামলা ও পুলিশি হয়রানীর শিকার হয়ে আসছেন। ২০১৮ সালের দিকে রাজনীতিক মামলায় ওয়ারেন্ট হয় তার নামে। অপরদিকে, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের কারনে তার আপন বড় ভাই সরকারদলীয় নেতা হওয়ায় বাড়িতেও হয়রানী ও লাঞ্ছনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ২০২০ সালের ১৫ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠান জে.এস এন্টার প্রাইজে স্থনীয় যুবলীগের হামলায় দোকান ভাংচুর তিনি আহত হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। রাজনৈতিক মামলার কারনে তার বসত বাড়িতে পুলিশের অভিযানের কারণে বর্তমানে ভোলার চরফ্যাশনের গ্রামের বাড়িতে আসতে পারছেন না তিনি।
তিনি আরো জানান, বিএনপির রাজনীতিকে ভালোবাসার কারণে তিনি আজ সকল দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এমনকি তার আপন বড় ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তাকে হুমকি-দামকি ও পুলিশের ভয় দেখিয়ে পৈত্রিক সম্পতি ভোগ-দখল করতে দিচ্ছে না। এমনকি বাড়িতেও থাকতে পারছেন তিনি । তাই নিরুপায় হয়ে প্রান নাসের ভয়ে আত্ম গোপনে থাকতে হচ্ছে তাকে।