অমি আহমেদ,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। জাতীয় মাছ ইলিশ সহ মৎস সম্পদ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ২২ দিনের মা ইলিশ এর অভিযান শেষে ভোলায় কোস্ট গার্ডের দক্ষিন জোন এক সংবাদ সম্মেলন এর আয়োজন করে। সোমবার (২৯ অক্টোবর) সকালে কোস্ট দক্ষিন জোন এর কার্যলয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের পরিচালক (অপারেশান্স) ক্যাপ্টেন এম ইকরাম হোসেন। এসময় তিনি বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশা শিকারের দায়ে গত ২২ দিনে ৪৭২ জন জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও ১০ লাখ ৩৫ হাজার ৩৫০ মিটার কারেন্ট জাল, ২লাখ ২৩ হাজার ৫০০ মিটার সুতার জাল, ০২ পিস বেহুন্দী জাল, ৪৫,৮০০ মিটার চরঘেরা জাল, ৮০টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ৪,০৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। যার সর্বমোট মূল্য প্রায় সাড়ে পাচঁ কোটি টাকা।
অভিযানে কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোনের এর পাশাপাশি জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সাথে সমন্বয়ে বিশেষ টহল প্রদান করে। এসময় সর্বমোট ৬৮০টি একক ও যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তিনি আরো বলেন, দেশের জাতীয় সম্পদ রক্ষার্থে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশে ইলিশের উৎপাদন ও রপ্তানিতে জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সদা সক্রিয় থাকবে।
কোস্ট গার্ড দক্ষিন জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম রকিব উদ্দিন ভূইয়া এর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন- দক্ষিন জোন এর বিসিজি বেইস ভোলা এর অধিনায়ক কমান্ডার এস এম আনোয়ারুল করিম, স্টাফ অফিসার সদর দপ্তর (অপারেশান্স) কমান্ডার এম জুলহাস ফয়সাল,লে: কমান্ডার এম হামিদুল ইসলাম, লে:কমান্ডার এম নুরুজ্জামান শেখ, জেলা মৎস কর্মকর্তা আহসান হাবিব, জেলা প্রশাসক ডেপুটি কালেক্টার নেজারত নুরই আলম সিদ্দিকী সহ দক্ষিন অঞ্চলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এময় তারা আরো জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ১৯৯৫ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারের দিক নির্দেশনায় বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং অফুরন্ত সম্পদের আধাঁর আমাদের সামুদ্রিক জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, মৎস্য সম্পদ রক্ষা, দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান, ডাকাতি দমনসহ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় সব সময় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর প্রতিটি সদস্য তার কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে বদ্ধ পরিকর এবং সে লক্ষ্য নিয়েই বাহিনীর প্রতিটি সদস্য নিয়োজিত আছে।