স্টাফ রিপোর্টার ॥ ভোলার শিবপুরে জমিজমাকে কেন্দ্র করে কাঠাল ও গাছ কর্তন ও মহিলাসহ ৩জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ ভূমিদস্যুরা। শনিবার (২১ মার্চ) সকালে সদরের শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ভোলা থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রতনপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শরিফ হোসেন একই এলাকার মৃত মোজাম্মেল হক এর কাছ থেকে ৮৬ সালে ১০ শতাংশ জমি ক্রয় করে বিলে ও বাগানে ভোগদখল করে আসছেন। জমি বিক্রেতা মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিন জোরপূর্বক ২০১৯ সালে ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক কাঠাল নিয়ে যায়। জমির মালিক শরীফ হোসেন বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গকে জানায়। গত শনিবার (২১ মার্চ-২০) শরিফ হোসেনের মেয়ে আচমা বেগম বাগানের গাছ গাছড়াও কাঠাল দেখাশুনা করতে গেলে আল আমিন, মোঃ শুভ, মোঃ শহিদ, মোঃ আলী সহ অজ্ঞাত আরও ৩/৪জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আচমাকে মারধর করে। এসময় হামলাকারী আল আমিন আচমা বেগমের গলায় ওড়না পেচিয়ে ধরে। শুভ আচমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আচমার আত্মচিৎকার শুনে তার ভাই মোঃ স্বাধীন এগিয়ে আসলে হামলাকারী আল আমিন ও শুভ তাকেও এলোপাথারী পিটিয়ে জখম করে। এসময় হামলাকারী আলামিন, শুভ, শহিদ, আলী হোসেন বাগানের গাব গাছ, ছোট কাঠাল কেটে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ডাক্তার দেখায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জমির ভোগদখলীয় মালিক মোঃ শরিফ হোসেন জানিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত আলামিন গংদের সাথে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।