ভোলা নিউজ ২৪ ডটনেট : সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর তিনি সরাসরি মাজার জিয়ারতে যান।
এর পর হযরত শাহপরাণ (র.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বোরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সাকিট হাউসে অবস্থানকালে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ সারবেন প্রধানমন্ত্রী।
এর পর সিলেট সরকারি আলিয়া মাঠের অনুষ্ঠানস্থলে যাবেন শেখ হাসিনা।
সেখানে ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
তবে সিলেট-ঢাকা ব্রডগেজ রেললাইন, সিলেট-ঢাকা ফোরলেন এবং স্থান নির্ধারণ না হওয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন না প্রধানমন্ত্রী।
আলিয়া মাঠের সমাবেশে বক্তৃতা শেষে বিকালেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় শেখ হাসিনা বক্তব্য রাখেন। একই বছরের ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী সিলেট এলেও কোনো জনসভার আয়োজন করা হয়নি।