লালমোহনে সপ্তম শ্রেণির ছাত্রীর বিষপানে আত্মহত্যা

0
514

ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলার লালমোহনে বখাটেদের ডিস্টার্বের কারণে বিষপান করেছে সপ্তম শ্রেণির নাজমা বেগম নামের এক ছাত্রী।

মঙ্গলবার (২৯) মে রাত ৯ টার দিকে সে বিষপান করে। পরে তাৎক্ষনাক তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে লালমোহন হাসপাতালে থেকে তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ভোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টায় নাজমা বেগম মারা যায়। নিহত নাজমা উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার হাওলাদার বাড়ির রুহুল আমিন মিস্ত্রি ও পশ্চিম চর উমেদ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় নাজমার বাবা বাদী হয়ে লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

জানা যায়, লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার মাতব্বর বাড়ির কয়ছর আহমেদের ছেলে বাহাদুর মাতবার (২০), স্বপন মাতবারের ছেলে রাসেল মাতবার (২২) ও পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেলায়েতের ছেলে নূর হোসেন (১৯) দীর্ঘ দিন ধরে নাজমা বেগমকে ডিস্টার্ব করে। তারা নাজমা বেগমকে মাঝে মাঝে পথ রোধ করে খারাপ মন্তব্য করতো। নাজমা প্রায় সময়ই তাদের নামে পরিবারের কাছে অভিযোগ করতো। এসব কারণে নাজমা বেগম গত মঙ্গলবার রাতে বিষপান করে।

LEAVE A REPLY