লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
11

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার লালমোহনে লিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি মো. মহিউদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের স্লুইজ এলাকার বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের তরিকুল ইসলাম হৃদয়ের সঙ্গে বিয়ে হয় লিজার। বিয়ের পর থেকে লিজা তার স্বামীর সঙ্গে সেখানে থাকতেন। এক মাস আগে লিজা তার বাবার বাড়িতে বেড়াতে এসে সেখানে আর যেতে চাননি।

বুধবার রাতের খাবার খেয়ে লিজা হাতে মেহেদী লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ময়নাতদন্তের জন‌্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।।

LEAVE A REPLY