লালমোহন প্রতিনিধি॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে কর্মসভা করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার বিকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন’র কলেজ পাড়াস্থ বাস ভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে মাঠে থাকতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, আবদুর রাজ্জাক পঞ্চায়েত, সারধারণ সম্পাদক আলী রেজা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।